নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার পর্যটন কেন্দ্র রহমত বাজার দখলের চেষ্টাকারী ভূমিদস্যুদের ছত্রভঙ্গ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভূমিদস্যু চক্র নিজেদেরকে প্রভাবশালী পরিচয় দিয়ে ৪ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে রহমত বাজার পর্যটন কেন্দ্র এবং এর পাশের জেগে ওঠা নতুন চর ভূমিহীনদের মধ্যে বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেয়। এ খবরে বিকেলে সেখানে লোকজনের জনসমাগম হয়। তবে জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়ায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে কথিত প্রভাবশালী পরিচয় দেওয়া ভূমিদস্যুরা ট্রলারযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, পর্যটন কেন্দ্রটি সরকারি জায়গা। একটি চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, পর্যটন কেন্দ্র দখলের চেষ্টার খবর পেয়ে আমরা ইউএনও স্যারের সঙ্গে ঘটনাস্থলে যাই। অভিযানের সময় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।