Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করছেন মিজান চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৭:৫০ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২১:৪৪

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী।

সুনামগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকাল মিজান চৌধুরী বলেন, ‘দলের চেয়ারপারসন তারেক রহমান ঢাকায় আমাকে ডেকেছেন। তার নির্দেশেই দলের বৃহত্তর স্বার্থে মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকায় থাকাকালীন পরবর্তীতে প্রত্যাহার সম্পন্ন করব।’

প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় থাকব ইনশাল্লাহ্। দল যেখানে নির্দেশ দেবে, সেখানেই কাজ করব।’

মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০১৮ সালের নির্বাচনে তিনি ছাতক-দোয়ারা আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে হেরে যান। তিনি পরে দাবি করেছিলেন যে, তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

দলের মনোনয়ন এই আসনে পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর