Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকট নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৫:৫২

গ্যাস সংকট নিরসনের দাবিতে অবস্থান

ব্রাহ্মণবাড়িয়া: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন কেন্দ্র তিতাস গ্যাস ফিল্ড থাকা সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। তিতাস গ্যাস ফিল্ডের ২৭টি কূপ থেকে গ্যাস উত্তোলন হলেও জেলার বাসাবাড়িতে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতির প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে রোববার (১১ জানুয়ারি) সকালে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ।

সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ বি এম মুছা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজ উল্লাহ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহ, মো. সাবের ও তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা ভূঁইয়াসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, নিয়মিত বিল পরিশোধ করার পরও বৈধ গ্রাহকরা দিনের অধিকাংশ সময় গ্যাস পাচ্ছেন না। ফলে রান্নাসহ দৈনন্দিন কাজকর্মে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও শীত মৌসুম শুরুর পর সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। অথচ ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ডের গ্যাস দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

সুন্দরবন থেকে ২ জেলেকে অপহরণ
১১ জানুয়ারি ২০২৬ ২১:৪৭

আরো

সম্পর্কিত খবর