Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালতলা মোড়ের উদ্দেশে বের হয়ে দেড় বছরেও ফেরেননি মহিদুল

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৯:০৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৯:০৭

নিখোঁজ মো. মহিদুল ইসলাম

বগুড়া: সারিয়াকান্দিতে নিখোঁজের দেড় বছর পার হলেও সন্ধান মেলেনি মো. মহিদুল ইসলাম (৪২) এর। দীর্ঘ অপেক্ষায় দিন গুনছেন স্বজনরা। পুলিশ এবং পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছেন না। ফলে কিছুতেই কান্না থামছে না পরিবারের সদস্যদের।

এর আগে ২০২৪ সালের ১১ জুন রাত সোয়া ৯টার দিকে নিখোঁজ হন মহিদুল ইসলাম। তিনি সারিয়াকান্দি উপজেলার বড় কুতুবপুর এলাকার মো. মুনছের আলী প্রামানিক এর ছেলে। পেশায় বেকারি ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, ওইদিন রাত সোয়া ৯টার দিকে দোকানের বিক্রি শেষে তার নিজ বাড়িতে ফিরে আসেন মহিদুল ইসলাম। এরপর তিনি রাতের খাবার খাওয়ার সময় একই এলাকার সবুর নামের এক ব্যক্তি তাকে ফোন করে বড়কুতুবপুর তালতলা মোড়ে যেতে বলেন। পরে মহিদুল ওই রাতেই বাড়ি থেকে বের হয়ে সেখানে যান। আর ফিরে আসেননি।

বিজ্ঞাপন

ঘটনার পর থেকে পরিবার এবং স্বজনরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এরপর মহিদুল ইসলামের পরিবার সারিয়াকান্দি থানায় মামলা করেন।

বর্তমানে মামলাটি সিআইডি বগুড়া জেলায় তদন্ত করা হচ্ছে। মামলাটি তদন্ত করছেন এসআই মো. সোহেল রানা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর