Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাঁড়িপাল্লার জনগণ কোনো রক্তচক্ষুকে ভয় পায় না: বুলবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৭:২৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৭:৩১

জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগরীর আমির নুরুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগরীর আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনি কার্যক্রমে যুক্ত নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ভয়ভীতি, হুমকি ও গ্রেফতারের চক্রান্ত চলছে। তবে, দাঁড়িপাল্লার পক্ষে থাকা জনগণ কোনো রক্তচক্ষুকে ভয় করে না।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের রিফুজিপাড়া এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘জামায়াতে ইসলামীর পক্ষে যারা নির্বাচনে ভূমিকা পালন করছেন, তাদেরকে নিয়মিত ভয় দেখানো হচ্ছে। বারবার হুমকি দেয়া হচ্ছে এবং পুলিশ দিয়ে গ্রেফতার করানোর ভয় দেখানো হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, হাজারো নির্যাতন ও নিপীড়নের পরও জামায়াতে ইসলামিকে নিশ্চিহ্ন করা যায়নি। চাঁপাইনবাবগঞ্জে কিংবা দেশের কোথাও সন্ত্রাস, ভয়ভীতি ও হুমকির মাধ্যমে দাঁড়িপাল্লার ভোটারদের দমিয়ে রাখার যে কোনো ষড়যন্ত্রের জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে।

জামায়াত প্রার্থী বলেন, হুমকি, মামলা ও গ্রেফতারের ভয়েই আপনারাই একসময় পালিয়ে ছিলেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের কাউকে মাঠে দেখা যায়নি।

তিনি আরও বলেন, ‘দাঁড়িপাল্লার পক্ষে থাকা জনগণ কোনও রক্তচক্ষুকে ভয় করে না। মামলা-মোকদ্দমা দিয়ে তাদের দমন করা যাবে না। তারা মাথানত করতে জানে না এবং ভবিষ্যতেও করবে না

জামায়াতে ইসলামী দিন দিন দেশব্যাপী একটি শক্তিশালী ও সংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে দাবি করে নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘এটা আপনাদের ভুল রিডিং। তাই পরিষ্কারভাবে বলে দিচ্ছি- হুমকি দেবেন না, মামলা দিয়ে ভয় দেখাবেন না এবং উচ্ছেদের স্বপ্ন দেখবেন না।

যদি এসব অপচেষ্টা অব্যাহত থাকে, তাহলে ভোটের মাঠে তার সমুচিত জবাব আসবে।

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
১৫ জানুয়ারি ২০২৬ ১৯:১৬

আরো

সম্পর্কিত খবর