Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় চোর সন্দেহে ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১৬:৫২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৬:৫৩

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরে চোর সন্দেহে মনিরুল ইসলাম (৪৫) নামে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে শহরের জিকে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা ছিলেন এবং পেশায় একজন ট্রাকচালক বলে জানা গেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে প্রতিবেশী রিপন হোসেনের বাড়িতে চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে মনিরুল ইসলামের নাম উঠে আসে। এরপর থেকেই রিপন, ইমরান, মনিসহ স্থানীয় কয়েকজন যুবক তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন।

স্বজনরা জানান, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় মনিরুল ইসলামকে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

ছোট মাথায় বড় আবিষ্কারকদের দিন আজ
১৭ জানুয়ারি ২০২৬ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর