Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বাসের ধাক্কায় জামায়াত কর্মী নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ১৮:১০

নিহত জামায়াত নেতা দুলা মিয়া।

বগুড়া: বগুড়ায় বাসের ধাক্কায় দুলা মিয়া (৫৫) নামের এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলা মিয়া বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ঝোপগাড়ি বড় কুমিরা গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার বিকেলে দুলা মিয়া মোটরসাইকেলযোগে চারমাথা থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে রংপুর হাইওয়ে সড়ক পারাপারের সময় চারমাথা থেকে ছেড়ে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর