Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ, ২ বন্ধু গ্রেফতার

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ২২:১৪

বগুড়া: বগুড়ার আদমদীঘিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে দুইবন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে, ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

গ্রেফতাররা হলেন- আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড়আখিড়া মন্ডলপাড়ার শ্রী নেপাল চন্ত্র সরকারের ছেলে শ্রী শিপন কুমার সরকার (২০) ও একই গ্রামের শ্রী সত্যনাথ দাসের ছেলে শ্রী সজল দাস ওরফে সঞ্জয় (১৭)।

জানা যায়, গত ৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী বড়আখিড়া মন্ডলপাড়া এলাকার নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথিমধ্যে আসামি সজল দাস তার বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওই ছাত্রীকে কৌশলে ডেকে বাড়ির ভেতর নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপর আসামি শ্রী শিপন কুমার সরকার অবস্থান করছিল।

বিজ্ঞাপন

পরবর্তীতে আসামিরা ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে হাত-মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে বললে হত্যা ও তাদের আগে ধারণ করা ছবি ফেসবুকে ছড়িয়ে দিবে বলে ধর্ষণকারীরা হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়।

এ ঘটনার ১০ দিন পর রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় তার বাবা-মাসহ প্রতিবেশীদের জানালে ছাত্রীর মা বাদি হয়ে রাতে আদমদীঘি থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ রাতেই অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, আসামিদের ও ভিকটিম ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর