রাজবাড়ী: রাজবাড়ী রেলস্টেশন এলাকা থেকে আনুমানিক ১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশি মদসহ মোছা. শিরিন শান্তি (৩৫) নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানাধীন রাজবাড়ী রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ওই নারীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, র্যাব-১০ এর একটি আভিযানিক দল ৫ কেজি গাঁজা ও ৩ হাজার টাকা মূল্যের ১ বোতল বিদেশি মদ উদ্ধারসহ শিরিনকে গ্রেফতার করে। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত শিরিন শান্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহেরমাদী মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও মদ সংগ্রহ করে রাজবাড়ীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১০ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজ ও মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী রেলস্টেশনসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।