Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে পাম্পকর্মী রিপন হত্যার প্রতিবাদে শ্রমিকদলের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১১:৪১

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের করিম ফিলিং স্টেশনের তেল সরবরাহকারী রিপন সাহা হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী আবুল হাসেম সুজন ও কামাল হোসেনের ফাঁসির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা শ্রমিকদলের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলম। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি লালন শেখ, সাধারণ সম্পাদক মজনু মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি হারুণ অর রশীদসহ জেলা ও উপজেলা শ্রমিক দলের নেতারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় একজন নিরীহ পাম্প কর্মী রিপন সাহাকে নির্মমভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত নৃশংস ও অমানবিক। রিপন সাহা ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড শ্রমজীবী মানুষের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে।

এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ আরও বেড়ে যাবে। তারা দ্রুত ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে আবুল হাসেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেন সরদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর