Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বাজার ফান্ডের জমি ৯৯ বছরের জন্য লিজের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১২:৫৫

বান্দরবান: বাজার ফান্ড প্লটের লিজের মেয়াদ-৯৯ বছরে উন্নীত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি নিয়ে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নাগরিক পরিষদের প্রচার সম্পাদক শাহ জালাল-এর সঞ্চালনায় মানববন্ধনে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক নাছিরুল আলম।

মানববন্ধনে বক্তারা, বাজার ফান্ড, প্লটের লিজের মেয়াদ-৯৯ বছরে উন্নীত করা ও বন্ধ রাখা ব্যাংক ঋণ পূর্বের ন্যায় চালু করা, জমি ক্রয়-বিক্রয় বা নামজারির ক্ষেত্রে তিন দফা এলআর ফান্ড বন্ধ করে ৬১ জেলার ন্যায় ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা, জমি ক্রয়-বিক্রয়-ব্যাবসা-চাকুরি-শিক্ষাসহ সর্বক্ষেত্রে রাজার সনদ বাতিল করা, হেডম্যান কার্যালয়ের পরিবর্তে সব উপজেলা ভূমি অফিসে ভূমির কর/খাজনা পরিশোধের অবাধ সুযোগ সৃষ্টি করা এবং সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান।

বিজ্ঞাপন

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদের নেতা মো. আলম মাঝি, ব্যবসায়ী আবুল কাশেম সওদাগর, ব্যবসায়ী আবুল বশরসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর