Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৩:১০

অস্ত্রসহ আটক ২ ব্যক্তি

কুমিল্লা: ইলিয়টগঞ্জে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি জব্দ এবং দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে চান্দিনা থানাধীন মাধাইয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দক্ষিণ খোলা গ্রামের গুলজার রহমানের ছেলে চিশতি ও একই জেলার সোনারগাঁও থানার মনর কান্দি গ্রামের বুলবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল।

রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৮৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ডি-৩ ও ডি-৪ নম্বর সিটের উপরের বক্সে রাখা কাপড়ের শপিং ব্যাগ থেকে অস্ত্র ও গুলিগুলো জব্দ করা হয়।

বিজ্ঞাপন

পরে ওই দুটি সিটে বসা যাত্রীদের পরিচয় জানতে চাইলে তারা অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে। পুলিশের সন্দেহ হলে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন তল্লাশি করে অস্ত্র কেনাবেচা সংক্রান্ত অনেক তথ্য পাওয়া যায়। একপর্যায়ে তারা স্বীকার করে যে, উভয়ে কুমিল্লা থেকে অস্ত্রগুলো কিনে নারায়ণগঞ্জে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। এ সময় আসামিদের ব্যবহৃত দুইটি মোবাইলও জব্দ করা হয়।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, আমরা চেকপোস্ট বসিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করি। অভিযানে অস্ত্রসহ দুজনকে আটক করি। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর