Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ট্রাকচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৯:৪০

পাবনা: পাবনার ঈশ্বরদীতে বালুবাহী ট্রাকচাপায় রাফী (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফী আজমপুর এলাকার আয়তাল বিশ্বাসের ছেলে ও কালিকাপুর প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু মিয়া।

তিনি জানান, বাসা থেকে বাবার দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন শিশু রাফী। এ সময় বালুবাহী একটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস উভয়ের সহযোগিতায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে দাশুড়িয়া এলাকা থেকে আটক করেন হাইওয়ে পুলিশ। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

২১৫ আসনে নির্বাচন করবে জামায়াত
২০ জানুয়ারি ২০২৬ ২১:৩৫

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল ২ নারীর
২০ জানুয়ারি ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর