নড়াইল: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বলেছেন, দেশের পরিবর্তন ও কল্যাণের স্বার্থে আসন্ন গণভোটে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন মানুষের মতো মানুষ হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে পারে, এটাই আমাদের লক্ষ্য।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নড়াইল সদর উপজেলা পরিষদে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম।
সুপ্রদীপ চাকমা আরও বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের সরকার নই; দেশ ও জনগণের কল্যাণেই আমরা কাজ করছি।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, সুন্দর ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলার সকল সরকারি কর্মকর্তাকে আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেক।
মতবিনিময় সভায় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে এবং মানুষ তাদের অধিকার ফিরে পাবে।