Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ২১:২২

প্রতীকী ছবি

পঞ্চগড়: জেলার বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন খইটালী বর্মন (৫০)। তিনি পঞ্চগড় সদরের মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া এলাকার ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ৫ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা বোদার দিকে আসছিল। পথে চন্দনবাড়ি বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে অন্যজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক চালককে শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর