সুনামগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি আসন থেকে মোট ৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা দিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রার্থিতা প্রত্যাহারকারীরা হলেন- সুনামগঞ্জ-১ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাজী মুখলেছুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী।
সুনামগঞ্জ-২ আসন থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী শোয়াইব আহমদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. সাখাওয়াত হোসেন।
সুনামগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াসীন খান। সুনামগঞ্জ-৪ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আজিজুল হক এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ।
সুনামগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করেছেন মো. মিজানুর রহমান চৌধুরী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই এসব প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।