বরিশাল: বরিশাল-৫ (সদর) আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের সম্মানে প্রার্থিতা প্রত্যাহার করলেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ২টায় বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন তিনি।
প্রার্থিতা প্রত্যাহার করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুয়াযযম হোসেন হেলাল। তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশে চরমোনাইয়ের সম্মানে প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। আমরা সকলে মিলে একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। যেখানে সকলে স্বাধীন মতামত দিতে পারবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে জামায়াতের নেতাকর্মীদের যে নির্যাতনের শিকার হতে হয়েছে সেখানে প্রার্থিতা প্রত্যাহার কিছুই নয়। এই ছোট ত্যাগের মধ্যে দিয়েই আগামীর বাংলাদেশ হবে সকলের।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত জামায়াতে ইসলামীসহ বরিশালের মোট ৩টি আসনের ৪জন প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।