Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ার জামায়াতের ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ২৩:৫১

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ৩টি সংসদীয় আসনে নিজ নিজ প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর ৩ জন প্রার্থী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এ সময় প্রার্থীরা জানান, জোটগত ঐক্য আরও সুদৃঢ় করতে কেন্দ্রীয় দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করতেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

প্রার্থিতা প্রত্যাহার প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের জাময়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির জেলা আমির মাওলানা মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক জোনায়েদ হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী আবদুল বাতেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন বলেন, ‘কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সংসদীয় আসনে আমাদের প্রার্থিতা প্রত্যাহার করেছি। সংগঠনের নির্দেশনা অনুযায়ী আমরা দীর্ঘদিন নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছি এবং জনগণের ব্যাপক সাড়া ও ভালোবাসা পেয়েছি। আমরা বিশ্বাস করি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় অর্জন করবে এবং ইনশাআল্লাহ সরকার গঠন করবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর