Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৪:৩২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৫:২৪

লক্ষ্মীপুর জেলা কারাগার।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশার (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বাশার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ১৫ জানুয়ারি চন্দ্রগঞ্জ থানা এলাকায় একটি ডাকাতির ঘটনায় গ্রেফতার হন তিনি। ১৬ জানুয়ারি লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লাবাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ওই বাড়ির দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা ওজনের স্বর্ণালংকার এবং ৬টি মোবাইল ফোনসহ মোট ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে গত ১৫ জানুয়ারি পুলিশ বিশেষ অভিযান চালায়।

বিজ্ঞাপন

অভিযানে বাদশা মিয়া (৩৫), আলা উদ্দিন (৩২) ও আবুল বাশার ওরফে বাশার ডাকাতকে (৫০) গ্রেফতার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, মৃত আবুল বাশার একজন পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাজতি আবুল বাশার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

নওগাঁয় গাঁজাসহ যুবক গ্রেফতার
২১ জানুয়ারি ২০২৬ ১৫:১৯

আরো

সম্পর্কিত খবর