Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাক্তারের পরিবর্তে ওয়ার্ড বয় দিয়ে রোগীর সেলাই, দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ২১:৩৯

দুদকের অভিযান।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ডাক্তারের পরিবর্তে আউটসোর্সিংয়ের ওয়ার্ড বয় দিয়ে রোগীর জখম স্থানে সেলাইয়ের অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায় দুদক।

জানা যায়, ২০২৪ সালের আগস্ট মাসে শেষের দিকে এক রোগীকে ওয়ার্ড বয় দিয়ে সেলাই করানোর অভিযোগ করে রোগীর পরিবার। রোগীর পরিবারের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই অভিযান চালানো হয়।

অভিযোগের প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট হিসেবে তৎকালীন মেডিকেল অফিসার ডা. অভিজিৎ রায় (বর্তমানে ঢাকায় প্রশিক্ষণরত), অবসরপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুফিয়া সুলতানা ও আউটসোর্সিংয়ে নিয়োজিত ওয়ার্ড বয় আবু তালেবের নাম উঠে এসেছে।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ নেন।

দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের (উপ-সহকারী) পরিচালক মমিন উদ্দিন বলেন, ডাক্তারের পরিবর্তে ওয়ার্ড বয় দিয়ে চিকিৎসা করানোসহ সেবার মান সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করেছি। অভিযুক্তরা বর্তমানে এই কর্মস্থলে নেই। বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে ও কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর