Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চান ৮৭ কারাবন্দি

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ২২:১৯

বগুড়া জেলা কারাগার

বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগের প্রস্ততি নিয়েছেন কারাবন্দিরা। পোস্টাল ব্যালটের মাধ্যমে বগুড়ার কারাগার থেকে ৮৭ জন কয়েদি ভোট দিতে চান। নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ইতিমধ্যে ৮০ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বগুড়া জেলা কারাগারের জেলার নূরুল মুবীন এ তথ্য জানান। এদিন দুপুর পর্যন্ত বগুড়া জেলা কারাগারে বন্দির সংখ্যা ছিল ১ হাজার ৯৭৫ জন।

জানা যায়, ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) পদ্ধতির মাধ্যমে জেলখানা বা আইনি হেফাজতে আটক থাকা ভোটাররা এবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বগুড়া কারাগারে থাকা প্রায় দুই হাজার বন্দির মধ্যে রেজিস্ট্রেশন প্রস্ততি নেন ৮৭ জন। জাতীয় পরিচয়পত্রে ত্রুটি, জামিন ও অন্য কারাগারে স্থানান্তরের কারণে ৭ জনের রেজিস্ট্রেশন সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বগুড়ার জেলার নূরুল মুবীন বলেন, আমরা কাউকে জোর করিনি। কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে সেন্ট্রাল মাইকে ঘোষণা দেওয়া হয়। প্রতিটি ওয়ার্ডে গিয়ে কারাবন্দিদের ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং সম্পর্কে অবহিত করেছি। যারা আগ্রহী ছিল তাদের তালিকা অনুযায়ী রেজিস্ট্রেশন করা হয়।

তিনি আরও জানান, ৮৭ জন কারাবন্দি ভোট দিতে আগ্রহী ছিলেন। কয়েকজনের জাতীয় পরিচয়পত্রে ত্রুটি ছিল। সাতজন নারীসহ মোট ৮০ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট কাস্টিং করা হবে। পরবর্তীতে ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর