Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে গোল্ডেন জুট প্রোডাক্ট কারখানা পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ২৩:০৬

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি।

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় অবস্থিত গোল্ডেন গ্রুপের জুট মিল লিমিটেড ও গোল্ডেন প্লাস ফুড অ্যান্ড বেভারেজেস লিমিটেড পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তিনি ফ্যাক্টরিগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসবে আলজেরিয়ান অ্যাম্বাসেডর একেএম সাঈদাদ হোসাইন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান, গোল্ডেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. হাকিম আলী সরদার, প্রতিষ্ঠানটির ফরেন ব্রান্ড ম্যানেজেন্ট ডিরেক্টর সুমাইয়া হাকিম রুহী, ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, ডিরেক্টর (অপারেশন) মো. রবিউল আওয়াল রুবেল, ডেপুটি ডিরেক্টর ম্যানেজার রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কোম্পানিটির দ্বিপাক্ষিক আলোচনায় এই ফ্যাক্টরি থেকে পাট, হোগলা পাতা, কচুরিপানা, খড় ও ছন দিয়ে তৈরি পরিবেশবান্ধব হস্তশিল্পের পণ্য আলজেরিয়াতে রফতনি এবং আলজেরিয়া থেকে অলিভ অয়েল, খেঁজুর ও জুস আমদানির ব্যাপারে মতবিনিময় হয়। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার নানা মুখী বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসায়িক সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অভিহিত করেন।

এ ছাড়াও আলজেরিয়ার রাষ্ট্রদূত আলজেরিয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে এই কোম্পানির তৈরিকৃত প্রোডাক্টগুলো উপস্থাপনের জন্য প্রস্তাবনা জানান।

এই কারখানায় পাট, কচুরিপানা, হোগলা পাতা, ছন ও খড় দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব নার্সারি পট, ফ্লোর ম্যাট, পেপারস্ ম্যাটসহ বিভিন্ন ধরনের ব্যাগ, ঝুড়ি, টিফিন বক্স, পেট হাউস, টিস্যু বক্স, ফাইল বক্স, ট্রে, ফুল ঝুড়িসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হয়। এসব পণ্য রফতানি হচ্ছে কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, আমেরিকা, সৌদি আরবসহ বিশ্বের ২৬টি দেশে। এখানে নিয়মিত কাজ করছেন ৮০০ শ্রমিক। চুক্তিভিত্তিতে কাজ করছেন আরও ১২০০ শ্রমিক। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মধ্যে ৮০ শতাংশ শ্রমিক নারী। এ ছাড়া কাজ করছেন প্রতিবন্ধীরা।

এ ছাড়াও গোল্ডেন প্লাস ফুড অ্যান্ড বেভারেজ লি. গ্রুপ নামের প্রতিষ্ঠান রয়েছে তাদের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর