Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীর ২টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ০৩:৩২

রাজবাড়ীর ২টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রাজবাড়ী: রাজবাড়ীতে দু’টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী-১ এবং রাজবাড়ী-২ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু লাঙ্গল প্রতীক এবং জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস গোলাপ ফুল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রাজবাড়ী-২ (কালুখালী, পাংশা, বালিয়াকান্দি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশিদ হারুন ধানের শীষ, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জামিল হিযাজী শাপলা কলি, স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু কলস, গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ ট্রাক, সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল ছড়ি, জাতীয় পার্টির প্রার্থী শফিউল আযম খান লাঙ্গল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ আব্দুল মালেক হাতপাখা, খেলাফত মজলিস কাজী মিনহাজুল আলমকে দেওয়াল ঘড়ি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, রাজবাড়ী-১ আসনে চার জন এবং রাজবাড়ী-২ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট আট জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর