সিরাজগঞ্জ: শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে পুলিশ সদস্যদের জন্য শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কোর্স ‘মার্শাল আর্ট’। এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে আত্মরক্ষার কৌশলে পারদর্শী হয়ে উঠবে।
জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর উদ্যোগে জেলার ১৩টি থানায় কর্মরত পুলিশ সদস্যদের জন্য এই মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু করেছেন।
জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় মার্শাল আর্ট প্রশিক্ষক হিসেবে (তায়কোয়ান্ড), সহকারী প্রশিক্ষক মো. সালাউদ্দিন ও রাকিবের পরিচালনায় থানায় থানায় মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন।
জেলা ক্রীড়া সংস্থার সহকারী প্রশিক্ষক (তায়কোয়ান্ড) মো. সালাউদ্দিন বলেন, মার্শাল আর্ট একটি পূর্ণাঙ্গ শারীরিক ব্যায়াম এবং শরীরের বিভিন্ন পেশী গোষ্ঠীকে শক্তিশালী করে। একই সঙ্গে ফিটনেস উন্নতসহ আত্মরক্ষার কৌশল শেখায়, যা নিজেকে এবং অন্যদের রক্ষা করতে সাহায্য করতে পারে।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ নিজে ও অন্যদের প্রতি ধৈর্য শেখায় না বরং আপনার প্রশিক্ষণ এবং ক্ষমতার প্রতি আস্থাও শেখায়। মার্শাল আর্ট অনুশীলন আপনার শারীরিক স্বাস্থ্যকে উন্নত ও উচ্চ-শক্তির ব্যায়াম জড়িত রয়েছে। আত্মরক্ষার কৌশল অর্জনের মাধ্যমে পুলিশ সদস্যদের সক্ষমতা ও নিরাপত্তা দুটোই বাড়বে। এতে বাহিনীর সামগ্রিক মানোন্নয়ন নিশ্চিত হবে।
প্রশিক্ষণের বিষয়ে পুলিশ সুপার আরও বলেন, মার্শাল আর্ট’ আত্মরক্ষার একটি গুরুত্বপূর্ণ ও প্রযোজ্য কৌশল। পুলিশ সদস্যদেরকে প্রতিকূল পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের আয়োজন। এই প্রশিক্ষণ শুধুমাত্র আত্মরক্ষার কৌশল শেখানো নয়। তাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত আত্মবিশ্বাস বৃদ্ধির দিকেও মনোযোগী হয়ে উঠবে। পর্যায়ক্রমে জেলার সব পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।