Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী-১ আসনে গণভোট প্রচারের দায়িত্বে এনসিপি নেতা রাশেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ২২:৫৬ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০০:৩৯

এনসিপি নেতা মো. রাশেদ ইসলাম

নীলফামারী: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণভোটের প্রচারের জন্য দেশের ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এতে নীলফামারী-১ আসনে এনসিপি নেতা মো. রাশেদ ইসলামের নাম ঘোষণা করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও মাঠপর্যায়ের কার্যক্রম চালানো হবে। প্রান্তিক জনগোষ্ঠী ও গ্রামগঞ্জে গণভোটের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। গণভোটকে কেন্দ্র করে নানা গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো প্রতিরোধ করতেই ২৭০টি আসনে গণভোটের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার অংশ হিসেবে প্রথম ধাপে ২৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করা হলো।’

বিজ্ঞাপন

ঘোষিত প্রার্থীদের মধ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে গণভোটের প্রার্থী হিসেবে এনসিপির নীলফামারী জেলা যুগ্ম সদস্য সচিব মো. রাশেদ ইসলামের নাম ঘোষণা করা হয়।

প্রার্থিতা ঘোষণার পর রাশেদ ইসলাম বলেন, ‘‘দল আমাকে নীলফামারী-১ আসনে ‘হ্যাঁ’ প্রচারের দায়িত্ব দিয়েছে। দলীয় নেতাকর্মী ও শরিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে ডোমার ও ডিমলার প্রতিটি গ্রামে গণভোটে হ্যাঁ’র পক্ষে সর্বোচ্চ প্রচার চালানো হবে। আমরা আশাবাদী, আগামী ১২ ফেব্রুয়ারি হ্যাঁ’র বিজয় নিশ্চিত হবে।’

উল্লেখ্য, মো. রাশেদ ইসলাম নীলফামারী জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র। জুলাই গণ-অভ্যুত্থানে তিনি জেলার বিভিন্ন স্থানে নেতৃত্ব দেন এবং নিয়মিত জাতীয় পত্রিকায় কলাম লিখে থাকেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর