Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে জামায়াতের প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ২৩:১০

শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে বিএনপি কর্মীদের দায়ী করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখরোলী বাজারে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা সাদিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবগঞ্জের জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে আগ্রহী হওয়ায় বিএনপি পরাজয়ের আশঙ্কায় বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীদের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বিএনপি কর্মীরা নির্বাচনি কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।’

বিজ্ঞাপন

তিনি জানান, হামলার সময় কার্যালয়ের শতাধিক চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ বিষয়ে মাওলানা সাদিকুল ইসলাম আরও বলেন, ‘হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।’ একইসঙ্গে নির্বাচনি মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর