Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের মৃত্যুর খবর শুনে স্ট্রোকে মায়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ২৩:১৩

মা-ছেলের মরদেহ।

গাইবান্ধা: জেলার সাঘাটা উপজেলায় ছেলের মৃত্যুর খবর শুনে শোকে প্রাণ হারিয়েছেন মা। হৃদয়বিদারক এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা।

শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত ছেলের নাম আশরাফুল ইসলাম (২৮)। তিনি নীলকুঠি গ্রামের রহিম উদ্দিনের ছেলে এবং ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে ঢাকায় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

দুপুর আনুমানিক ১২টার দিকে আশরাফুল ইসলামের মৃত্যুর সংবাদ গ্রামে বাড়িতে পৌঁছায়। ছেলের মৃত্যুর খবর শোনামাত্রই তার মা আছিয়া বেগম (৪৮) চিৎকার দিয়ে ওঠেন এবং শোক সইতে না পেরে মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা জানান, তীব্র মানসিক আঘাত ও শোকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন।

অন্যদিকে, চোখের সামনে স্ত্রীর মৃত্যু এবং ঢাকায় ছেলের মৃত্যুসংবাদে আশরাফুলের বাবা রহিম উদ্দিনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আশরাফুলের চাচা রফিকুল ইসলাম বলেন, ‘আশরাফুল খুব দায়িত্বশীল ছেলে ছিল। পরিবারের হাল ধরতে ঢাকায় কষ্ট করে চাকরি করত। শুক্রবার নামাজের সময় এমনভাবে তাকে হারাতে হবে, এটা আমরা কল্পনাও করিনি। ছেলের শোকেই তার মা চলে গেল। একদিনে আমাদের পরিবারের যেন সব হারাল।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর