Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে প্রবাসীর শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ০৯:২৯

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

ফরিদপুর: ফরিদপুরে কাজাখস্তান প্রবাসী ফরহাদ আকনের পক্ষ থেকে দ্বিতীয় দফায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে জেলার সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের মুলামেটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, চরবিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী গ্রামের আব্দুল ওহাব আকনের ছেলে প্রবাসী ফরহাদ আকনের সহযোগিতায় ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল, ভলিবল, ক্রিকেট সরঞ্জাম দেয়া হয়।

বিজ্ঞাপন

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এই প্রবাসীর বাবা আব্দুল ওহাব আকন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার মা ফরিদা বেগম। এছাড়া চরবিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি নেতা লুৎফর রহমান, নাজমুল হোসেন রাজু, যুবদল নেতা মনিরুজ্জামান মনির ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আসাদ মৃধা উপস্থিত ছিলেন।

প্রবাসী ছেলে ফরহাদ আকনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করছেন বাবা আব্দুল ওহাব আকন।

স্থানীয়রা জানান, ফরহাদ আকন ২০০২ সাল থেকে কাজাখস্তানে অবস্থান করছেন। বর্তমানে বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশটির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছেন। পাশাপাশি সমাজের হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

তার বাবা ওহাব আকন বলেন, গরিব-দুঃখী মানুষ যাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে পারে সেজন্য আমার ছেলে এই উদ্যোগ নিয়েছে। আজ আমি বাবা হিসেবে গর্বিত যে আমার ছেলে সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছে। আমি তার জন্য দোয়া করি, সে যেন মানুষের পাশে সারাজীবন থাকতে পারে।

এ সময় ভিডিওকলের মাধ্যমে যুক্ত হয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন প্রবাসী ফরহাদ আকন এবং ভবিষ্যতে তার এ সেবামূলক কাজ অব্যাহত রাখবেন বলে আশা ব্যক্ত করেন।

তার এই শীতবস্ত্র পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে হতদরিদ্র মানুষেরা দাতা ব্যক্তির মঙ্গল কামনা করেন।

বিজ্ঞাপন

কেমন গেল রিশাদের বিগ ব্যাশ মিশন?
২৪ জানুয়ারি ২০২৬ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর