Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১৭:২২

রাশেদুল ইসলাম।

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে তাকে আটক করে নিয়ে যায়।

আটক যুবকের নাম রাশেদুল ইসলাম। তিনি পাটগ্রাম উপজেলার পশ্চিম জমগ্রাম গ্রামের বাসিন্দা এবং আব্দুস সামাদের ছেলে।

জানা যায়, পাটগ্রাম উপজেলার জমগ্রাম সীমান্ত পিলার ৮০১/১১-এস এর নিকট দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় ৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের টহল দল তাকে আটক করে।

পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বিএসএফ তাকে আটক করেছে। এ ঘটনায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবি কর্তৃপক্ষ বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর