Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে না: আলী রিয়াজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১৮:২৮

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। ছবি: সংগৃহীত

সিলেট: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, ‘‘গণভোটে ‘না’ জয়যুক্ত হলে দেশ আগের সেই ৫৪ বছরের ধারাবাহিকতায় ফিরে যাবে। দেশে নতুন ফ্যাসিবাদের জন্ম হলে তাকে সাংবিধানিক কোন প্রক্রিয়ায় ক্ষমতাচ্যুত করা যাবে না। যা শেখ হাসিনা সরকারের আমলে করা যায়নি। সুতরাং গণভোটে ‘হ্যা‘ জয়যুক্ত হলে দেশে নতুন কোন ফ্যাসিবাদের জন্ম হবে না।’’

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলী রিয়াজ, ‘বাংলাদেশের মানুষের সার্বভৌম অভিপ্রায় যখন রাজপথে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে কেবলমাত্র তখনই শেখ হাসিনা সরকারকে পালাতে হয়েছে। অন্যথায় সাংবিধানিক ব্যবস্থা এমনভাবে করা হয়েছিল যে তাকে ক্ষমতাচ্যুত করার কোন উপায় ছিল না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের অবস্থান আইনগতভাবে সঠিক, নৈতিকভাবে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।’’ তিনি আরও বলেন, দেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় সরকার, যেখানে সব রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে। জুলাই সনদ সেই সুযোগ তৈরি করে দেবে বলে তিনি মন্তব্য করেন।

জুলাই সনদ নিয়ে বিভিন্ন অপপ্রচারের কথা উল্লেখ করে আলী রিয়াজ বলেন, ‘সনদে বিসমিল্লাহ নেই, এটি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী—এমন নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। জুলাই সনদে যদি এমন তথ্য কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি গণভোট নিয়ে দ্বিতীয়বার কোন কথা বলব না।’

তিনি আরও বলেন, ‘২৪০০ প্রাণের রক্তের বিনিময়ে এদেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছে এবং নাগরিকদের ক্ষমতায়নের যে সুযোগ সৃষ্টি হয়েছে—তা কোনভাবে হেলায় হারানো যাবে না।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রধান আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা ও সচেতন অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা গণভোটকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর