Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুমতি ছাড়াই রামপালে ভারতীয় ৯ কর্মকর্তার দেশত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ২১:৪০

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: সংগৃহীত

বাগেরহাট: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৯ জন ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশ ত্যাগ করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে খাবারের টেবিলে তাদের অনুপস্থিতি লক্ষ্য করার পর বিষয়টি জানাজানি হয়।

বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, সকালবেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের না পেয়ে খোঁজখবর নেওয়া শুরু করা হয়। পরে জানা যায়, তারা আজ শনিবার দুপুরের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে চলে গেছেন।

ঘটনার বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

জানা গেছে, সকালে বিষয়টি প্রথমে প্রকল্প পরিচালক রামনাথ পুজারীকে অবহিত করা হয়। পরে তাদের দেশত্যাগের তথ্য নিশ্চিত হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্র এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ ৪ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এভাবে কর্মকর্তাদের চলে যাওয়ার বিষয়টি রহস্যজনক। দেশ ত্যাগের আগে তারা নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ বা উদ্বেগ কর্তৃপক্ষকে জানাননি।

অনুমতি ছাড়া দেশ ত্যাগ করা কর্মকর্তারা হলেন- ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টে কর্মরত জিএম সিউজ প্রতিম বর্মন, জিএম বিশ্বজিৎ মণ্ডল, জিএম এন. সুরায়া প্রকাশ রায়, এজিএম কেসাবা পলাকি, ডেপুটি জিএম সুরেয়া কান্ত মন্দেকার, ডেপুটি জিএম সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডেপুটি জিএম অর্ণিবান সাহা এবং সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজ।

এ বিষয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম বলেন, ‘সকালে খাবারের টেবিলে তাদের না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি, তারা অনুমতি ছাড়াই ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা কী কারণে এভাবে দেশ ত্যাগ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর