Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে ৮ ট্রাক বিস্ফোরক পাউডার বাংলাদেশে প্রবেশ

লোকাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ২২:০৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ২২:০৯

৮ ট্রাক বিস্ফোরক পাউডার বাংলাদেশে প্রবেশ। ছবি: সংগৃহীত

বেনাপোল: বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক পাউডার আমদানি করেছে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার পর ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে বিস্ফোরক দ্রব্য বহনকারী ৮টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পে খননকাজ পরিচালনার জন্য ভারত থেকে বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বর্তমানে ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও বাংলাদেশ কাস্টমসে দাখিল করবেন আমদানিকারকের নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট। আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বিস্ফোরক দ্রব্যগুলো খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে নেওয়া হবে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপদভাবে বিস্ফোরক দ্রব্য খালাস ও পরিবহনের জন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান বন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর