খুলনা: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনকে কর্মসংস্থান ও পর্যটনভিত্তিক উন্নয়নশীল অঞ্চলে রূপান্তরের অঙ্গীকার করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কয়রা উপজেলার মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন দ্বাদশ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন।
কয়রা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নূরুল আমিন বাবুল এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান।
আজিজুল বারী হেলাল বলেন, ‘দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, তার চূড়ান্ত ফয়সালা রাজপথেই হয়েছে। বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে, সংকটময় সময়ে নেতৃত্ব দিয়েছে।’
তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চলছে এবং বিএনপিকে কটাক্ষ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে জনগণ এসব ষড়যন্ত্র প্রত্যাখ্যান করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসভায় বক্তব্যে হেলাল বলেন, বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী নির্বাচিত হলে কয়রা-পাইকগাছার দৃশ্যমান সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পর্যটন শিল্পের বিকাশ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা হবে।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে দেশের জনগণ কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।
এ সময় খুলনা-৬ আসনে বিএনপির প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, কয়রা–পাইকগাছার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় এই অঞ্চলের ১৪টি প্রধান সমস্যার স্থায়ী সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, ‘ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে ভাঙনকবলিত এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আজীবন কাজ করব।’
জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম বলেন, কয়রা-পাইকগাছা মানুষের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পদধূলি পড়েছে। জোটগত কারনে জোটের প্রার্থীকে এই অঞ্চলের মানুষ নির্বাচিত করেছি। কিন্তু তারা বরাবরই এই অঞ্চলের মানুষকে উন্নয়ন বঞ্চিত করেছে। এইবার জনগণের মাঝে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ হয়েছে। এবার ধানের শীষে সর্বাধিক ভোট দিয়ে ইতিহাস গড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়বুর রহমান, কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল।
আরও বক্তব্য দেন, খুলনা জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, খুলনা জেলা জাসাসের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, জেলা কৃষকদলের সদস্য সচিব আবু সাঈদ, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক সেতারা সুলতানাসহ জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতারা।