Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনসমুদ্রই বলছে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান: খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ২২:৩৪ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ২২:৩৬

নোয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

নোয়াখালী: নোয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ভোটারদের জনসমুদ্রই বলে দিচ্ছে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন বলেন, গত ১৭ বছর দেশে প্রকৃত গণতন্ত্র অনুপস্থিত ছিল, ফলে জনগণ সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন না হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হবে।’

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সময় দল পরিচালনার দায়িত্বে থেকেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। সে কারণেই তাকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ বলা হয়।

নিজের পূর্ববর্তী সংসদ সদস্যকালীন সময়ের কথা উল্লেখ করে ব্যারিস্টার খোকন বলেন, ওই সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে। রাস্তা-ঘাট, কালভার্ট, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, বিদ্যুৎ সংযোগ এবং ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে তিনি ভূমিকা রেখেছেন বলে দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তী সময়ে উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে একটি গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়েছে। এ অবস্থায় দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর