সিলেট: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও সিলেট-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রুশদী লুনা ভোটারদের প্রতি আহবান জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি, এলাকার মানুষ ইলিয়াস আলীর প্রতি শ্রদ্ধা এবং অন্যায়ের প্রতিবাদ স্বরূপ তার প্রতীকে (ধানের শীষ) ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারণ ধানের শীষে ভোট দেওয়া মানেই ইলিয়াস আলী গুমের প্রতিবাদ করা।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথে প্রচার মিছিল পরবর্তী পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তাহসিনা রুশদী লুনা বলেন, বিশ্বনাথের মানুষের জন্য ইলিয়াস আলী অনেক কাজ করেছেন, অনেক উন্নয়ন করেছেন। আমার মনে হয় এই বিশ্বনাথের মানুষ তাদের বিবেকের তাড়ণায় ইলিয়াস আলীর উন্নয়নকে স্মরণ করে মানুষ ধানের শীষে ভোট দেবে।
তিনি বলেন, ইলিয়াস আলীকে গুম করার পর এলাকার মানুষের মনে যে আবেগ ও ভালোবাসা জমা হয়েছে, তা এই নির্বাচনে প্রতিফলিত হবে। ইলিয়াস আলীর জন্য আন্দোলন করতে গিয়ে এলাকার তিনজন মানুষ প্রাণ হারিয়েছেন। মানুষ এখন সেই অন্যায়ের বিচার চায় এবং নিজেদের অধিকার ফিরে পেতে চায়।
তিনি আরও বলেন, গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটে আসার পর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এরমধ্যে ওসমানীনগর উপজেলায় প্রচারণা করেছি।
ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন জানিয়ে তাহসিনা রুশদী লুনা বলেন, নির্বাচনী এলাকার মানুষের সাড়া খুবই ইতিবাচক। বিশেষ করে বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছ।
তিনি ভোটারদের প্রতি আহবান জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি যে, এলাকার মানুষ ইলিয়াস আলীর প্রতি শ্রদ্ধা এবং অন্যায়ের প্রতিবাদ স্বরূপ তার প্রতীকে (ধানের শীষ) ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এসময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস ও ছোট ছেলে লাবিব শারার। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্বনাথ পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে প্রবাসী চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে এবং প্রার্থীর সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।