Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১২ বসতঘর পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ২৩:৫২

কুড়িগ্রাম: জেলার রাজারহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী ও নগদ অর্থসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে হানিফ আলী ও তার ৩ ছেলের বসতঘর এবং পাশের এরশাদ আলীর বাড়িসহ মোট পাঁচটি পরিবারের ১২টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

চর গতিয়াসাম গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে প্রথমে ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে ঘরগুলো জ্বলে ওঠে। পরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

এবিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি প্রশাসন অবগত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, রোববার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সরকারিভাবে সহায়তা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর