ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পালটা ধাওয়া, অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ২০-৩০ জন আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত ভালুকা উপজেলা সদরসহ সিডস্টোর বাজারসহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
অভিযোগ আছে, গত কয়েকদিন ধরে এ দুইগ্রুপের মধ্যে বিচ্ছিন ঘটনা ঘটে আসছে। বিএনপি অফিসে মোর্শেদ গ্রুপের কর্মী-সমর্থকরা হামলা ও ভাঙচুর করলে ক্ষিপ্ত হয়ে বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকরা মোর্শেদের অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে ফায়ার সার্ভির্সের লোকজন আগুন নেভাতে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলে পুলিশ ও সেনাবাহিনী। আতঙ্কে আসেপাশের দোকান-পাট বন্ধ আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে থেমে থেমে এখনো সংঘর্ষ চলছে। বর্তমানে পুরো ভালুকা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।