Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে: মামুনুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ২১:২৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, বিগতদিনে বৃহৎ রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, তাই ক্ষমতা পরিবর্তনের জন্য সারাদেশে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে সুনামগঞ্জ-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা শাহীনুর পাশার নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, বিগত দিনে গুণ্ডামির রাজনীতি ছিল যেদলই ক্ষমতায় যায়, তারা নিজেদের ভাগ্য বদল করে জনগণের জন্য কোনো কাজ করে না।

তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরে যে লুটপাটের আর দুর্বৃত্তায়নের রাজনীতি হয়েছে সেটার পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। মামুনুল হক বলেন, ১০ দলীয় জোট হলো জুলাই গণঅভ্যুত্থানের ফসল ঘরে তুলার জন্য।

বিজ্ঞাপন

জনসভায় ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর