Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বৈত নাগরিকত্ব ইস্যু
রংপুর-১ আসনে জাপা প্রার্থীর মনোনয়ন নিয়ে হাইকোর্টের আদেশ বহাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১২:৩৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১২:৪২

জাপা প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী

রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটি করপোরেশনের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এই সিদ্ধান্ত এসেছে, যা বাংলাদেশের সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুসারে বিদেশি নাগরিকত্বধারীদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে।

আদালতে মঞ্জুম আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব এবং ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী। অন্যদিকে, বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

বিজ্ঞাপন

শুনানি শেষে ব্যারিস্টার বদরুদ্দোজা বলেন, ‘গত ২১ জানুয়ারি হাইকোর্ট মঞ্জুম আলীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছিলেন। আপিল বিভাগ আজ সেই আদেশ বহাল রেখেছে।’

গত ১ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান হলফনামায় দ্বৈত নাগরিকত্ব উল্লেখ না করার অভিযোগে ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল করেন। এরপর তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। প্রথম দফায় আপিল খারিজ হলেও পুনর্বিবেচনার আবেদনে ১৭ জানুয়ারি ইসি তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন হাইকোর্টে রিট করেন, যা ২১ জানুয়ারি মেনে নিয়ে হাইকোর্ট মঞ্জুমের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।

এই রায়ের ফলে রংপুর-১ আসনের নির্বাচনি সমীকরণে পরিবর্তন আসতে পারে। মঞ্জুম আলী ছাড়া বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফাসহ আরও বেশ কয়েকজন প্রার্থী।

দ্বৈত নাগরিকত্বের ইস্যু বাংলাদেশের নির্বাচনে একটি চিরকালীন বিতর্ক। সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুসারে বিদেশি নাগরিকত্ব আছে এমন ব্যক্তিরা সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। গত কয়েকটি নির্বাচনে এই ইস্যুতে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। একইভাবে, এবারের নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে অন্তত ২৫ জন প্রার্থীর ক্ষেত্রে চ্যালেঞ্জ উঠেছে, যার মধ্যে ইসি কয়েকজনের মনোনয়ন বাতিল করেছে। নির্বাচনি বিশ্লেষকরা বলছেন, এই ইস্যু নির্বাচনের স্বচ্ছতা এবং সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন তোলে, যা ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর