Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাটি কেটে ইটভাটায় বিক্রি করায় ১৩ জনকে কারাদণ্ড


২৮ জানুয়ারি ২০২৬ ১৩:০১

ছবি: সংগৃহীত

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ১৩ জন কে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দুজনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ আহম্মেদ। এ সময় থানা পুলিশ ও সেনাবাহিনী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মো. আজাদ খাঁ, মো. বাদশা মন্ডল, মো. আরিফুল ইসলাম, মো. মনা শেখ, মো. আমিন শেখ, মো. মলিন শেখ, মো. শান্ত শেখ, মো. শুকুর, মো. রোকনুজ, মো. রাসেল খান, মো. সজীব প্রামাণিক, মো. সোহাগ মন্ডল, মো. আল-আমীন। এরা সবাই মাটিবাহী গাড়ির চালক।

বিজ্ঞাপন

অন্যদিকে অর্থদণ্ড প্রাপ্তরা হলেন – মো. রাকিব হোসেন, মো. আসলাম প্রামাণিক। এদের মধ্যে একজন জমির মালিক ও অন্যজন ইটের ভাটার সঙ্গে জড়িত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ আহম্মেদ বলেন, মঙ্গলবার বিকালে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় কৃষি জমির টপ সয়েল কেটে ইটের ভাটায় বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারা অনুযায়ী চিহ্নিত দুই মাটি ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং ১৩ জন গাড়ি চালকের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর