ময়মনসিংহ: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই মুক্তি পেয়েছেন তারাকান্দা এলাকার হত্যা মামলার ৩ আসামি। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে ঘটনার রহস্য উদঘাটনে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগারে ভুল তথ্যে জামিন ছাড়াই তারাকান্দা এলাকার হত্যা মামলার ৩ আসামিকে মুক্তি দেওয়া হয়।
মুক্তি প্রাপ্তরা হলোন- তারাকান্দার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম।
ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ঢাকা বিভাগ-২ এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, হাজিরা পরোয়ানাকে জামিননামা ভেবে ভূল তথ্যে আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। মূলত এটি দায়িত্বরত কর্মকর্তার ভুল। ভালোভাবে হাজিরা পরোয়ানা পত্রটি পড়লে এ ঘটনা ঘটতো না। ইতিমধ্যে এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছেন। তদন্তে আরও কারও বিরুদ্ধে কর্তব্য অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে কারা কর্তৃপক্ষের উদাসীনতা ও কতর্ব্য অবহেলার এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।