Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে নির্বাচনি নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১৮:০২

১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নরসিংদী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নরসিংদীর ৫টি সংসদীয় আসনে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলার নির্বাচনি পরিবেশ ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দেয় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, নির্বাচনে জেলার ৫টি সংসদীয় আসনের ৬টি উপজেলার জন্য নির্ধারিত ১৩ প্লাটুন বিজিবি’র মধ্যে নরসিংদী সদর ও পলাশ উপজেলায় ৪ প্লাটুন, শিবপুর-মনোহরদী উপজেলায় ৩ প্লাটুন এবং রায়পুরা ও বেলাব উপজেলায় ৬ প্লাটুন বিজিবি নির্বাচনে দায়িত্ব পালন করবে।

নরসিংদী বিজিবি ক্যাম্পের সুবেদার সিরাজ জানান, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বিজিবি। নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর