Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলীকদমে সেনা অভিযানে পপি ক্ষেত ধ্বংস


৬ মার্চ ২০১৯ ২২:০৫ | আপডেট: ৬ মার্চ ২০১৯ ২২:৪০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বান্দরবান: বান্দরবান আলিকদম উপজেলার কুরুকপাতায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পপি (আফিম) ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। বুধবার (৬ মার্চ) বিকেলে এক সেনা অভিযানে আলীকদমে নিষিদ্ধ এ পপি ক্ষেত ধ্বংস করা হয়েছে।

আলীকদম জোনের উপ অধিনায়ক মেজর এএসএম ফখরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সেনা সদস্যরা আনুমানিক ৩৫ শতক জমির নিষিদ্ধ পপি গাছ ধ্বংস করেন।

সেনা সূত্রে জানা গেছে, উপজেলা কুরুকপাতা ইউনিয়নের লাংরিন পাড়ার মৃত কনচং ম্রোর ছেলে সিয়াদুই ম্রো শীল চন্দ্র পাড়ায় ধান চাষের পাশাপাশি গোপনে পপি চাষ করে আসছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের খবর টের পেয়ে সিয়াদু ম্রো পালিয়ে যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা নিষিদ্ধ পপি গাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করে।

সারাবাংলা/এমএইচ

নিষিদ্ধ পপি বান্দরবান সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর