ঢাকা: রাজধানীর ঢাকার কামরাঙ্গীর চর এলাকার একটি বাসায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (০১) নামে এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীর চর চান মসজিদ কসাই গলি এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে। পরে স্বজনরা দেখতে পেয়ে ওই শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে শিশুটির মা ময়না আক্তার জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গেন্দুকরি গ্রামে। শিশুটির বাবা ওমর ফারুক রিকশাচালক। বর্তমানে কামরাঙ্গীর চর চান মসজিদ কসাই গলির সাততলার চারতলায় ভাড়া থাকেন।
তিনি আরও জানান, সন্ধ্যায় ঘরে শিশুটি নানী মর্জিনা বেগমের সঙ্গে খেলছিল। হঠাৎ করে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে বাথরুমে পানি বোঝাই বালতির মধ্যে উপুড় হয়ে পরে থাকতে দেখা যায়। দ্রুত সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গিরচর থানা পুলিশ তদন্ত করবে।’