ঢাকা: বসন্ত আসতে এখনো বেশ দেরি। কিন্তু প্রকৃতিপ্রেমে বাঙালিদের মধ্যে শুরু হয়ে গেছে বসন্ত উৎসব পালনের প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে ‘বারুণী বসন্ত মেলা ২০২৬’। বসন্তের রং, দেশীয় ঐতিহ্য আর সৃজনশীল উদ্যোক্তাদের পণ্যে মুখর হয়ে উঠেছে মেলার প্রাঙ্গণ।
বারুণী ইভেন্ট অর্গানাইজেশনের আয়োজনে, মাইডাস সেন্টারের লেভেল-১২–এ অনুষ্ঠিত এই মেলায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের নবীন ও প্রবীণ উদ্যোক্তারা। মেলায় গহনা, দেশীয় পোশাক, হ্যান্ডমেড ক্রাফট পণ্য ও খাবারের সমাহার দর্শনার্থীদের আকৃষ্ট করছে।

হাতে তৈরি গহনার স্টলের এক উদ্যোক্তা বলেন, ‘বসন্ত মানেই রঙিন সাজ। এই সময়টাতে হাতে তৈরি গহনার চাহিদা অনেক বেশি। ক্রেতারা নিজের জন্য তো নিচ্ছেনই, উপহার হিসেবেও কিনছেন। এমন মেলা আমাদের মতো ছোট উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ।’
দেশীয় পোশাকের এক বিক্রেতা জানান, বসন্ত উপলক্ষ্যে হালকা কাপড়, উজ্জ্বল রং আর নকশার পোশাকের দিকে ক্রেতাদের আগ্রহ বেশি। আর রং-এর দিক থেকে যেহেতু বসন্ত, তাই লাল, হলুদ, টিয়া রং বেশি চলছে, অনলাইনে বিক্রি করি ঠিকই, কিন্তু মেলায় এসে সরাসরি ক্রেতাদের সঙ্গে কথা বলা যায়, তাঁদের পছন্দ বুঝে কাজ করার অনুপ্রেরণা পাই, বলেন তিনি।
ক্রেতাদের মাঝেও দেখা গেছে উচ্ছ্বাস। মেলা দেখতে আসা এক নারী রিমু সিদ্দিক বলেন, ‘এক জায়গায় এত দেশীয় পণ্য পাওয়া যায়, এটাই সবচেয়ে ভালো লাগছে। গহনা আর পোশাক দুটোই কিনেছি। দামও সহনীয়।’

আরেক দর্শনার্থী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাসনিম আক্তার জানান, বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মেলার পরিবেশই বেশি টেনেছে। বসন্তের আমেজটা ঠিকই পাওয়া যাচ্ছে।
মোট ৩২টি স্টলে উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। আয়োজকদের মতে, এই মেলার মূল উদ্দেশ্য দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বাড়ানো এবং উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম করে দেওয়া। বসন্তের আনন্দ আর কেনাকাটার সুযোগ একসঙ্গে পেতে মেলাটি ইতোমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে।