চট্টগ্রাম ব্যুরো: সনাতন ধর্মাবলম্বীদের প্রতি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যাগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত জন্মাষ্টমীর আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা আওয়ামী শাসনামলের কথা উল্লেখ করে বলেন, ‘গত ১৫ বছরে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ভাইদের ওপর নানা ধরনের নিবর্তন হয়েছে। আমি ছুটে গেছি নাসিরনগরে, কলমাকান্দায়, কুমিল্লায়, যশোরের অভয়নগরে, ঠাকুরগাঁও। আমার দল থেকেই আমাকে পাঠানো হয়েছিল। সেখানে আমি তাদের আর্তচিৎকার, কান্না, চাপা কষ্ট দেখেছি। আর একটি প্রশ্ন শুনেছি, এই দেশটা কি আমাদের নয়?’
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আশা করবো, অন্যায়ের প্রতিবাদ, অসত্যের প্রতিবাদ, অত্যাচারের প্রতিবাদ থেকে কোনো ভয় যেন আপনাদের দূরে না রাখে।’
‘আমি একটি রাজনৈতিক দলের কর্মী, আমি নিজে একটি রাজনৈতিক মতাদর্শ লালন করি, ১৫ বছর রাজনীতি করে এসেছি। এতদিন আমার যে গলা আপনারা শুনে এসেছেন, আমি কথা দিচ্ছি, সামনেও যদি তেমন বাংলাদেশ দেখি, আমার প্রতিবাদ জারি থাকবে, প্রতিবাদ অব্যাহত থাকবে।’
অসাম্প্রদায়িক পরিবেশে নিজের বেড়ে ওঠার কথা তুলে ধরে তিনি বলেন, ‘যে কোনো অনুষ্ঠানের শুরুতে চারটি ধর্মের পবিত্র গ্রন্থপাঠ শুনে আমার বেড়ে ওঠা। আমি হলিক্রস স্কুলের ছাত্রী। এমন অসাম্প্রদায়িক পরিবেশ আমি আর কোথাও পাইনি।’
‘সুতরাং যতদিন পর্যন্ত আমার দেশের শতভাগ দুর্বল মানুষটির শতভাগ নিরাপত্তা আমি নিশ্চিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমার সংগ্রাম শেষ হবে না। যতদিন পর্যন্ত আমার দেশের প্রতিটি নারী, প্রতিটি ভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বাংলাদেশকে তার নিরাপদ আবাস ভাবতে না পারবে, ততদিন পর্যন্ত আমার যুদ্ধ শেষ হবে না।’
চসিক জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী প্রবাল রক্ষিতের সভাপতিত্বে ও সদস্য সচিব হিসাবরক্ষণ কর্মকর্তা আশুতোষ নাথের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, ভারতের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম।