Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানতে ৬ লাগেজে আসা সিগারেটের চালান জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৭:১৮

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৮০০ কার্টন সিগারেট জব্দ।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৮০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। ছয়টি লাগেজে করে এসব সিগারেট আনা হয়েছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার’র কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন সারাবাংলাকে বলেন, ‘৮০০ কার্টন মন্ড সিগারেটের চালানটির মালিকানা কেউ দাবি করেনি। পরিত্যক্ত অবস্থায় ছয়টি লাগেজে আসা সিগারেটগুলো জব্দ করে বিমানবন্দরের কাস্টমস শাখা। মালিক না থাকায় জব্দ পণ্য পুরোটাই রাজস্ব হিসেবে জমা করা হবে। জব্দ করা সিগারেট থেকে রাজস্ব আদায় হবে প্রায় ৯০ লাখ টাকা।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর