চট্টগ্রাম ব্যুরো: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে সাধারণ সনাতনীরাও ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে নগরীর দেওয়ানজি পুকুরপাড় এলাকায় সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম জেলা সৎসঙ্গ মিলনায়তনে এ সভা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, ‘ভোট হচ্ছে মানুষের মৌলিক অধিকার, সেটি আপনি জোর করে নিতে পারবেন না। আওয়ামী লীগ গত ১৫ বছরে নির্বাচনগুলোতে জোর করে ভোট নিতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। সাধারণ সনাতনীরাও এসব নির্বাচনে ভোট দিতে পারেনি।’
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন সময় বদলে গেছে। আপনার আমানত ভোটটি দিতে আপনি অবশ্যই ভোটকেন্দ্রে যাবেন। যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন। আপনার নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেতাকর্মীরা নেবে। ভোটকেন্দ্রে যেতে বাধা বা ভোট দিতে যারা বাধা দেবে তাদের প্রতিরোধ করবে বিএনপি। বিএনপি সকল ধর্মের মানুষ, সকল নাগরিকের নিরাপদ বাংলাদেশ চায়। সেই লক্ষ্যে রাষ্ট্র মেরামতের জন্য বিএনপি ৩১ দফা রূপরেখা দিয়েছে। যেখানে যেসব দফা উল্লেখ করা হয়েছে তা বাস্তবায়ন করতে পারলে বৈষম্যহীন একটি রাষ্ট্র নির্মাণ হবে।’
নির্বাচন বানচালের চেষ্টা চলছে দাবি করে তিনি বলেন, ‘যারা বুঝতে পেরেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে তারা নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটপাট করতে চায়। কারণ বর্তমানে তারা সরকারের ভেতর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।’
কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরি সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা অরবিন্দু পাল, সভাপতি চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অর্পণ ব্যানার্জি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিখিল কুমার নাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগরের সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু, সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল এবং চট্টেশ্বরী কালীমন্দিরের সেবায়েত দেবু চক্রবর্ত্তী ও রাজেশ চক্রবর্ত্তী।