Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে প্রকাশ্যে পিটিয়ে অটোরিকশা চালককে খুন, গ্রেফতার ১


২২ জানুয়ারি ২০২৬ ১৬:০২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কথা কাটাকাটির জেরে এ খুনের ঘটনা ঘটেছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত খোরশেদ আলম (৪০) নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ এলাকার বাসিন্দা।

খোরশেদকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে হত্যার একটি ভিডিও বুধবার রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সামশুল আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির সারাবাংলাকে জানান, তিনজন ব্যক্তি মিলে লাঠি দিয়ে পেটাতে পেটাতে খোরশেদ আলমকে গুরুতর আহত করে নিস্তেজ অবস্থায় রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

‘সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তিনজন মিলে তাকে পেটাতে শুরু করে। তখন খোরশেদ দৌড়ে সেখান থেকে চলে যাবার চেষ্টা করেন। কিন্তু সামশুল তাকে ঝাপটে ধরে ফেলেন। এরপর আবারও পেটাতে থাকেন। মাথায় আঘাতের পর খোরশেদ রাস্তায় লুটিয়ে পড়েন। এ অবস্থায়ও তাকে মারধর করা হয়। একপর্যায়ে নিস্তেজ হয়ে গেলে তিনজন সেখান থেকে চলে যান।’

কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, জানতে চাইলে ওসি বলেন, ‘আগে থেকে কোনো শত্রুতা ছিল কী না, এখনও জানতে পারিনি। তবে প্রাথমিকভাবে জেনেছি, আকস্মিক কথা কাটাকাটি শুরু হয় খোরশেদ ও গ্রেফতার সামশুল আলমসহ তিনজনের মধ্যে। এরপর তিনজন মিলে তাকে মারধর শুরু করেন। কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে সেটা এখনও জানি না।’

এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর