Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই শহিদের কবর জিয়ারত করে চট্টগ্রামে এনসিপি প্রার্থীর প্রচার শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ২০:৩৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জোবাইরুল আরিফ।

চট্টগ্রাম ব্যুরো: জুলাই অভ্যুত্থানে শহিদ মো. ওমর বিন নুরুল আবছারের কবর জিয়ারত করে ভোটের প্রচারে নেমেছেন চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একমাত্র প্রার্থী জোবাইরুল আরিফ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী এলাকায় পারিবারিক কবরস্থানে গিয়ে শহিদ মো. ওমর বিন নুরুল আবছারের কবর জিয়ারত করেন। এরপর তিনি আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও নগরীর একাংশ) আসন থেকে শাপলা কলি প্রতীকে ১০ দলীয় জোটের প্রার্থী হয়েছেন। একই আসনে জোটের অন্যতম প্রধান দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে সমর্থন ঘোষণা করা হয়েছে। অবশ্য ওই আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আবু নাছেরও আছেন। কিন্তু জামায়াত সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তিনি নির্বাচন করছেন না।

বিজ্ঞাপন

গণসংযোগ শেষে জোবাইরুল আরিফ জুলাই আন্দোলনে প্রত্যেক শহিদের রক্তের মর্যাদা রক্ষা এবং নব্য স্বৈরাচারের বিরুদ্ধে আজীবন লড়াই যেন জারি রাখার কথা জানিয়ে বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের পরও আবারও একটি পাতানো নির্বাচনের আভাস দেখতে পাচ্ছি। এই চট্টগ্রামের বিভিন্ন দিকে অস্ত্রের মহড়া, জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যা আমাদের সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, হাসিনার মতো ওদের হাতেও অস্ত্রের ঝনঝনানি থাকতে পারে, কিন্তু আমাদের আছে জুলাইয়ে জেগে ওঠা জনগণের সমর্থন।’

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে চেতনা এবং একটি নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা যতদিন টিকে থাকবে, ততদিন অস্ত্রের বিপরীতে জনতার ব্যালটেই হবে আমাদের বিজয়।’

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় রাজধানীর উত্তরায় ওমর বিন নুরুল আবছার (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি ঢাকায় বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ
২২ জানুয়ারি ২০২৬ ২০:২৩

৮ ইউএনও’র বদলি আদেশ বাতিল
২২ জানুয়ারি ২০২৬ ২০:০৫

আরো

সম্পর্কিত খবর